Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ বছর পর জোড়া লাগানো শিশুরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

১৬ বছর পর ১ জানুয়ারি জন্ম দিন পালন করেছে জয়নব-জান্নাত। বর্তমানে তারা সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতোই সুস্থ। এখন তারা স্বপ্ন দেখছে উচ্চ শিক্ষার। জয়নব ও জান্নতা জমজ দুই বোন জন্ম নিয়েছিল ১৬ বছর আগে। মায়ের গর্ভেই তাদের বুক ও লিভার সংযুক্ত ছিল। অবস্থা দেখে গর্ভপাত করে দুই বোনকে হত্যার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার। কিন্তু ডাক্তারের প্রস্তাবে রাজি হননি বাবা লুথার ও মা নিপা। ২০০২ সালে জন্ম নেয় জয়নব ও জান্নাত। ছয় সপ্তাহের মধ্যে তাদের বিরল অপারেশন করা হয়। দুই বোনের জোড়া লাগানো বুক আর লিভার আলাদা করা হয়। এই অপারেশনে জয়নব-জান্নাতকে বাঁচিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন ডাক্তাররা। দুনিয়ার গোট চিকিৎসা ব্যবস্থাকে তাক লাগিয়ে দিয়ে সফল হয় ডাক্তাররা। ‘যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল’-এ সাড়ে চার ঘণ্টা ধরে তাদের ওপর অস্ত্রোপচার চলে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ