মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপাইনে নিহত ৮৫
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে অংশ নিয়েছেন জরুরি সহায়তা টিমের সদস্যরা। গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে তল্লাশি, উদ্ধার ও ত্রাণসেবা ব্যহত হচ্ছে। বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দফতরের মুখপাত্র এডগার পোসাদাস জানিয়েছেন, এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। রয়টার্স।
রাশিয়ায় নিহত ৩
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ম্যাগনিতোগোরস্কে একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তারা প্রাণ হারায়। বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার রাতে একটি আবাসিক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এর আগে সোমবার এ আবাসিক এলাকায় একটি ভবন ধসে পড়ে। ওই ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে ও আরো ৩০ জন নিখোঁজ রয়েছে। সিনহুয়া।
দিনে ১৫টি মিথ্যা
ইনকিলাব ডেস্ক : ২০১৮ সালে দৈনিক গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বছরটি ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর। আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে। প্রতিদিনই একটার পর একটা টুইট করে মিথ্যার ঝড় তুলেছেন তিনি। গত বছর রিপাবলিকান এ প্রেসিডেন্টের সব বিবৃতি-বার্তা বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট।
আঙ্গুর মুখে শিশুর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : নববর্ষ উপলক্ষে ঐতিহ্য পালনে আঙ্গুর খেতে গিয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্প্যানিশ রীতি অনুযায়ী একত্রে ১২টি আঙ্গুর খাওয়ার চেষ্টা করছিল ওই শিশু। এতে তার দম বন্ধ হয়ে যায়। স্পেনের রীতি অনুযায়ী, বিদায়ী বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাতে একত্রে ১২টি আঙ্গুর খেলে সৌভাগ্য আসে। ঘটনার দিন স্পেনের রিসোর্ট সিটি গিজনের বিসকে সমুদ্র সৈকতে পরিবারজুড়ে আঙ্গুর খাচ্ছিলেন সবাই। ডেইলি মেইল।
অব্যাহত থাকবে
ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মিলে তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়ার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখবে। তিনি পরিষ্কার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়া সত্তে¡ও এ নীতি অনুসরণ করবে ওয়াশিংটন। মঙ্গলবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এসব কথা বলেছেন পম্পেও। পার্সটুডে।
ড্রোন ভূপাতিতের দাবি
ইনকিলাব ডেস্ক : নিয়ন্ত্রণ রেখার ওপরে ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর ওই ড্রোনটির ছবি প্রকাশ করেছেন। বলা হয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখায় বাঘ সেক্টরে পাকিস্তান অংশের ভিতরে ওই ড্রোনটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি সেনারা। টুইটারে নিজের একাউন্টে জেনারেল আসিফ গফুর লিখেছেন, একটি কোয়াডকপ্টার পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় অনুমোদন দেয়া হবে না ইনশাল্লাহ। অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।