পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে তা দলটির যৌথসভায় সিদ্ধান্ত নেয়া হবে। দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, নির্বাচনের ফলাফলে আমরা সন্তুষ্ট নই।
জাতীয় পার্টির আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। তিনি বলেন, জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। আগামী দিনে জাতীয় পার্টিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব।
এখন তাদের প্রধান কাজ হবে দলকে আরও সংগঠিত করা। তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বুধবার যৌথসভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে এ সভায় সেই সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, মহাজোটের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে।
মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।