Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলঙ্কের বিজয় নিয়ে এই সরকার বেশিদিন টিকতে পারবে না: কাদের সিদ্দিকী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ৩:১২ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, এই সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কারণ ভোট ডাকাতি এবং অনিয়মের মাধ্যমে যে বিজয় তারা অর্জন করেছে তাতে তাদের নৈতিক পরাজয় হয়েছে। এ জয় আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। এ বিজয় কলঙ্কের।

আজ বুধবার সকাল ১১ টায় তার মোহাম্মদপুরের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে কিভাবে অনিয়ম এবং ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছে। এতে আওয়ামী লীগের গণতন্ত্রের জন্য যে অহংকার করত তা আজ কলঙ্কের কালিমায় ঢেকে গেছে।

আওয়ামী লীগের এই জয়কে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে সমর্থন জানিয়েছে এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যে অভিনন্দন জানিয়েছেন তা নেহায়েত কেবল সৌজন্যতা মাত্র। এর বাইরে আর কিছু না। বিশ্ববাসী এই অনিয়ম এবং ভোট ডাকাতি কিছুতেই মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার ও ইকবাল সিদ্দিকী প্রমুখ।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২ জানুয়ারি, ২০১৯, ৬:৫২ পিএম says : 0
    মূর্খ পুত জমদুত। এই মূর্খর দল বাংলাদেশের জন্য কলংক। ওদেরকে যত তাড়াতাড়ি উস্টাইয়া সরান। আল্লাহতা'আলার রহমতে। ইনশাআল্লাহ। *********
    Total Reply(0) Reply
  • মতিন ২ জানুয়ারি, ২০১৯, ৭:৫২ পিএম says : 0
    আওযামীলীর বেইমানীর কারনে ২১ বছর ক্ষমতায আসতে পারে নাই
    Total Reply(0) Reply
  • mazharul islam Rana ২ জানুয়ারি, ২০১৯, ১০:১৯ পিএম says : 0
    আমরা ভোট দিতে চাই।বেলা ১১.০০ টায় এস আই এসে বল্লো ভোট শেষ,হাজার নারী পুরুষ ভোট দেওয়ার অপেক্ষা।
    Total Reply(0) Reply
  • আনিসুর ২ জানুয়ারি, ২০১৯, ১১:৪০ পিএম says : 0
    নকল করে পাস করা বেইমানি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ