Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পেলেন যাঁরা

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ গত শনিবার রাজধানীতে এক সভায় অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১৬ ঘোষণা করা হয়। পরিষদের ৩১ বছরপূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান মালার আয়োজনের পাশাপাশি এ বছর ১২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ পদক দেয়া হবে। এ বছর যাঁরা পদক পাবেন তারা হলেন- শিক্ষায় প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী ভিসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও প্রফেসর ড. মো. নজরুল ইসলাম খান, ভিসি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমাজ উন্নয়নে ড. মো. আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যান এন বি আর, ইঞ্জিনিয়ারিং এ প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী (টিপু) জাতীয় অবকাঠামো উন্নয়নে, সাংবাদিকতায় অমর সাহা প্রথম আলো কলকাতা প্রতিনিধি, আইন পেশায় এ্যাডভোকেট স ম রেজাউল করিম চেয়ারম্যান ফিন্যান্স কমিটি বাংলাদেশ বার কাউন্সিল, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শ্রী অমূল্য মোহন সরকার, সমাজসেবায় আলহাজ মো. নাজিম উদ্দিন ও ওয়াহিদুল হাসান মিল্টন, সাহিত্যে সুলতানা রাজিয়া রেজনু খান ও জেসমিন আখতার, গবেষণায় আবদুল মান্নান। শীঘ্রই এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পেলেন যাঁরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ