Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী পাঁচ বছর হবে আ.লীগ সরকারের জন্য ঐতিহাসিক

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেন এবং ৩০ ডিসেম্বর উন্নযনের পক্ষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শেখ হাসিনা এমন একজন নেত্রী যিনি স্বপ্ন দেখান এবং সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ২০০৮ সালে তিনি দেশকে ডিজিটাল ও মধ্য আয়ের দেশে পরিনত করার ঘোষণা দিয়েছিলেন। তিনি ইতোমধ্যে দেশকে ডিজিটাল মধ্য আয়ের দেশে পরিনত করেছেন। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আগামী পাঁচ বছরে তিনি বাংলাদেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবেন। ইতোমধ্যে গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা ভোগ করছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ড. কামাল হেসেনের নেতৃত্বে থাকা ঐক্যফ্রন্টকে দেশের মানুষ প্রত্যাখান করেছেন।

তিনি স্বাধীনতা বিরোধী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাথে হাত মিলিয়েছেন, দেশের মানুষ তা গ্রহণ করেননি, ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। দেশের নতুন প্রজন্মসহ সকল ভোটার নিজেদের মনের ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের প্রার্থীদের সাথে ভোটারদের সম্পর্ক ছিল না, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার চেয়ে অর্থের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। এ সব কারনেই তাদের এ ভরাডুবি। আগামী পাঁচ বছর আওয়ামীলীগ সরকারের জন্য হবে ঐতিহাসিক। এ সময়ে জাতি উদ্যাপন করবে জাতির জনকের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাণিজ্যমন্ত্রী গতকাল বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ সরকারের জন্য ঐতিহাসিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ