বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বই পেয়ে আনন্দ-উল্লাস আর উচ্ছাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সকালে নগরীর জামালখানে ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। একই সময়ে মহানগরী ও জেলার প্রায় সব স্কুলে নতুন বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনেই চট্টগ্রামের দুই হাজার ৬৬টি মাধ্যমিক এবং চার হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে গেছে নতুন বই। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রামের ২০টি থানা ও উপজেলার দুই হাজার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের এক কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী যাতে নতুন বই পায় সে ব্যবস্থা আমরা করেছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, নগর ও জেলার সরকারি-বেসরকারি চার হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৪৮ লাখ নতুন বই আমরা পৌঁছে দিয়েছি।
বন্দর তৈয়্যবিয়া মাদরাসা : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ায় পাঠ্যবই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মুফতি এএসএম জালাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল হাসানাত, মাওলানা ছগীর আহমদ, আমীর আলী প্রমুখ।
নেছারিয়া মাদরাসা
নেছারিয়া কামিল মাদরাসায় নতুন বই বিতরণ করা হয়। প্রিন্সিপাল আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সদস্য মুহাম্মদ শাহজাহান চৌধুরী উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা এনামুল হক সিকদার, মুহাদ্দিস আল্লামা এরফানুল হক, ফকিহ আল্লামা কামাল উদ্দীন আজহারী, আল্লামা মুহাম্মদ মোস্তফা, আল্লামা গোলাম মাওলা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।