Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপাসিয়ার সেই আনসার সদস্যের পরিবার পেল ১ লাখ টাকা

কাপায়িা (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করা কাপাসিয়ার আনসার সদস্য সাহাব উদ্দীনের পরিবারকে কর্তৃপক্ষ এক লাখ টাকা সহায়তা প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার তার পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ফিরোজ খান। পরবর্তীতে সাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের প্রচলিত নিয়ম অনুযায়ি প্রতিমাসে ভাতা প্রদান এবং বাহিনীর পক্ষ থেকে আরো পাঁচ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন। এ সময় গাজীপুর ও নরসিংদী জেলা আনসার কমান্ডেন্ট এবং কাপাসিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মজিবুর রহমানসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ৩০ ডিসেম্বর নরসিংদী জেলার সদর উপজেলার সাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সাহাব উদ্দীন আকস্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত আনসার সদস্য সাহাব উদ্দীনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনসার সদস্যের পরিবার পেল ১ লাখ টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ