Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোডে বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (রোববার) বিকেলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী এ বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেফতার দুজন হলো চাঁদপুরের কচুয়া থানার মৃত আব্দুল বারেকের স্ত্রী মাসুমা খাতুন (৫০) ও একই জেলার মতলব থানার মো. হান্নান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (১৯)। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানান কুমিল্লা থেকে ট্রেনযোগে ফেনসিডিল এবং গাঁজা এনে কলোনির বিভিন্ন গোপন স্থানে মজুদ করে। সেখান থেকে বিভিন্ন মাদক স্পটে সহযোগীদের মাধ্যমে এসব বিক্রি করে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য প্রতি সপ্তাহে মাদক রাখার গুদাম ও স্পট নিয়মিত পরিবর্তন করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ