বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরের কোতোয়ালী থানার জুবলী রোড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। সাজ্জাদ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার মো. ইসমাইলের ছেলে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে জুবলী রোড এলাকায় পুলিশের তল্লাশি চলাকালে একটি এলজি, দুইটি গুলি ও একটি মোবাইল সেটসহ ছিনতাইকারী মো. শাহাদাত হোসেন ওরফে সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও পটিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।