Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

দিরাইয়ে পৃথক ঘটনায় নিহত ৩

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে দাদা-নাতি ও সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি গ্রামের কাপ্তান মিয়া (৫৮) ও তার নাতি মিটু মিয়ার ছেলে রুহান মিয়া (৭) পার্শ্ববর্তী বৌগলাডুবি হাওরে মাছ শিকার করতে যান। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরদিন গতকাল (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে রুহান ও ১১ টার দিকে কাপ্তান মিয়ার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, কোনো ডুবন্ত বাঁধ পার হওয়ার সময় পা পিছলে গিয়ে তারা নিখোঁজ হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে একটি ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি সুনামগঞ্জ যাওয়ার পথে সিলেট থেকে আসা যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে কবির মিয়া (৪২)। জানা যায়, রোববার দুপুরে শ্যামারচর থেকে মোটরসাইকেলে কোম্পানির কাজে তিনি সুনামগঞ্জ যাচ্ছিলেন। দিরাই পৌরশহরের বাসস্টেশনের অদূরে পল্লী বিদ্যুতের স্টেশনের পাশে যাওয়ার পরই সিলেট থেকে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার সিলেটে প্রেরণ করলে রাস্তায়ই তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায় বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিছুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিরাইয়ে পৃথক ঘটনায় নিহত ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ