বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত বিজয়ী প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন ‘ একটা জাতিকে উন্নত করতে শিক্ষিত করার বিকল্প না থাকায় শেখ হাসিনা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বলেই নারী শিক্ষার অগ্রগতি হয়েছে। উপবৃত্তি দেয়া সহ বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা তিনিই করেছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি যেমন আপনারা খেয়াল রেখেছেন তেমনি তিনিও আপনাদের প্রতি খেয়াল রাখছেন।
আজ(মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এনায়েত হোসেন সহ স্থানীয় নের্তৃবৃন্দ।
এর আগে ড. আবদুস সোবহান গোলাপ উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পন উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।