Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

গোপালগঞ্জ-৩ এ শেখ হাসিনা নির্বাচিত

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ২:১১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন এবং আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ আসনে ২,৪৬,৮১৮ ভোট নিয়ে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন ১০৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট শেষে গণনা করে রাতে উপজেলা পরিষদ হলরুম থেকে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটারির্ং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনা ২,২৯,৫৩৯ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শীষ প্রতীকে এসএম জিলানী ১২৩ ভোট, ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীকে মোঃ মারুফ শেখ ৭১, সতন্ত্রপ্রার্থী মোঃ এনামুল হক আপেল প্রতীকে ১০ ভোট ও মোঃ উজির ফকির সিংহ প্রতীকে ৪ ভোট পেয়েছেন। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন ও আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী দেবদুলাল বসু পল্টু বলেছেন- দেশের মানুষ আওয়ামীলীগকে বিজয়ী করায় আমরা ভিষণ খুশি কারন বাংলার জনগন শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের পক্ষে এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার পক্ষে রায় দিয়েছেন। এর আগে কোন সহিংষ্ণু ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গোপালগঞ্জ-৩ আসনের।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১ জানুয়ারি, ২০১৯, ১১:৪৫ পিএম says : 0
    শান্তিপূর্ণ মাঝে কত মিত্যাবাদীপূর্ণ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ