Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় আ.লীগ নেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ওয়ার্ড আ.লীগের এক নেতার লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল খালেক (৬০) ইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি। সে আশুলিয়ার জিরাব এলাকার মৃত আলাউদ্দিনের পুত্র। গতকাল সোমবার দুপুরে পুলিশ জিরাব এলাকার নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, দুপুরে খবর পেয়ে আ.লীগ নেতা খালেকের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। লাশটি ঘরের মঝেতে পরেছিল। কপালে আঘাতের চিহৃ রয়েছে।
তবে এটি হত্যা নাকি পরে গিয়ে আঘাত পেয়ে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে ভাতিজি জামাই আবু তাহেরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সে কারনে তাকে হত্যা করা হতে পারে। এ বিষয়টি মাথায় রেখেই পুলিশ তদন্ত করছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে।
তবে আ.লীগ নেতা খালেকের মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা কথা বলতে রাজী হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ নেতার লাশ উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ