প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংগীতের পাশাপাশি পড়ালেখাকে গুরুত্ব দিয়েছেন সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ধানমন্ডির একটি বেসরকারি ল কলেজে এলএলবি পড়ছেন এই সংগীতশিল্পী। এ মাসে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল। চার বছরের এলএলবির বাকি দুবছর লন্ডনে পড়তে চান তিনি। সালমা বলেন, পরীক্ষা শেষ করে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তবে নিশ্চিত যে, আমি দেশের বাইরে পড়াশোনা করবো। বাকি দুই বছর আমি লন্ডনে পড়তে চাই। বর্তমানে ঢাকায় বিপিবি ইউনিভার্সিটিতে আইনে পড়ছি আমি। সেকেন্ড ইয়ার শেষ হয়েছে। ফলাফল প্রকাশ হলে সিদ্ধান্ত নেব দেশের বাইরে যাওয়ার। ক্রেডিট ট্রান্সফার করে থার্ড ইয়ার ও ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি অব লন্ডনে কিংবা ওখানকার অন্য কোনো ইউনিভার্টিতেও পড়তে পারি। কোন ভার্সিটিতে পড়বো এখনো চ‚ড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। সালমা বলেন, ইউকের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে সেখানেই বার অ্যাট-ল করবো। ব্যারিস্টার হয়ে দেশে ফিরবো। এরই মধ্যে আমার কয়েকজন বন্ধু পড়তে চলে গিয়েছে। উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাবেক এই চ্যাম্পিপয়ন দুই বছর সঙ্গীত অঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। তবে তার এ দূরে থাকা ছিল পরিবার ও সন্তান নিয়ে। এ মাসে ভিডিওসহ তার কয়েকটি গান প্রকাশিত হবে। তবে দেশের বাহিরে গেলেও সংগীতের সঙ্গে সম্পৃক্ততা থাকবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।