Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তের বিরূপ মন্তব্যে জবাব দিলেন গ্যাব্রিয়েল ইউনিয়ন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

তিনি বয়সোপযোগী কোন ধরনের পোশাক পরবেন এমন বিরূপ মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন অভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়ন। তিনি বলেন, “সারা জীবনে আমি কখনও উপলব্ধি করিনি যে আমাকে বয়সোপযোগী ফ্যাশন মেনে চলতে হবে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ৪৬ বছর বয়সী অভিনেত্রীটি ক্যাপশনে ওপরের মন্তব্য লিখেছেন। তাকে এসময় লম্বা পোশাকের সঙ্গে মিলিয়ে স্নিকার্স পরিহিত অবস্থায় সোফায় উপবিষ্ট দেখা যায়। তিনি আরও লিখেছেন, “২০১৮ সালে আমার সব অসম্পূর্ণ কাজ যেন আমার দিকে তাকিয়ে আছে যাতে আমি ২০১৯ সালে আমার সব ভোজন, প্রার্থনা, ভ্রমণ আর অবকাশ যাপন আমি পরবর্তী এক সপ্তাহেই শেষ করে ফেলি!” তার ফ্যাশন অভ্যাস নিয়ে অধিকাংশ মন্তব্য যদিও তার পক্ষে তবে এমন মন্তব্যও দেখা গেছে যেখানে তাকে তার বয়সের সঙ্গে মানিয়ে পোশাক পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। এর জবাব দিয়ে গ্যাব্রিয়েল লিখেছেন : “আমি আসলেই জানতে চাই বয়সোপযোগী বিষয়টি কী। অনুগ্রহ করে বয়সোপযোগী ফ্যাশন সম্পর্কে আমাকে জ্ঞান দিন যা আমি জানি না যে আমার কখনও প্রয়োজন ছিল।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাব্রিয়েল ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ