Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার ৫টি আসনে বিএনপির ২ প্রার্থীসহ জামানত হারিয়েছেন ১৮ প্রার্থী

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ৭:২৯ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে ২৬জন প্রার্থীর মধ্যে ১৮জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে দুইজন বিএনপি দলীয় প্রার্থী ও একজন সাবেক এমপি রয়েছেন।
নেত্রকোনা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর নির্বাচনে জেলার ৫টি আসনে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীসহ অন্যান্য দলের সর্বমোট ২৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মানু মজুমদার নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ১ শত ৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্বন্ধী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬শত ৫২ ভোট। প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। এ ছাড়া ওই আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে প্রতিদ্বন্ধীতা করে ৬ শত ২২ ভোট পান। একই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আলকাছ উদ্দিন মীর কাস্তে প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ মত ৯৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মামুনুর রশিদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২ শত ৬৮ ভোট।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীকে ২ লাখ ৮৩ হাজার ১ শত ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী জেলা বিএনপিসাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩ শত ৭০ ভোট। এ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোশতাক আহমেদ কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ২ শত ১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ খুরশেদ আলী হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫ শত ৯২ ভোট, জাকের পার্টির মোঃ বরকত উল্লাহ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ শত ২০ ভোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সজীব সরকার রতন কোদাল প্রতীকে পেয়েছেন ৫ শত ১৫ ভোট। তাদের জামানতও বাজেয়াপ্ত হয়েছে।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীকে ২ লাখ ৭০ হাজার ১ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওই আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি পেয়েছেন ৭ হাজার ২ শত ২০ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন কাস্তে প্রতীকে পেয়েছেন ৯শত ৪০ ভোট, ইসলামী ঐক্যজোটের মোঃ এহ্তেশাম সারওয়ার মিনার প্রতীকে পেয়েছেন ৫শত ৬৪ ভোট, জাতীয় পার্টির মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ শত ৮৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জাকির হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬ শত ৮৮ ভোট।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মমিন নৌকা প্রতীকে ২ লাখ ৪ হাজার ৪ শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ১ শত ৮১ ভোট। এ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার কাস্তে প্রতীকে ১ হাজার ১ শত ১০ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মোফাজ্জল হোসেন হাত পাখা প্রতীকে ৯ শত ২১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলাল(বীর প্রতিক) নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৪ শত ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬ শত ৩৮ ভোট। এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আবদুল ওয়াহহাব হামিদী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ১ শত ২ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ মোঃ এম আর মাসুদ হারিকের প্রতীকে ৩ শত ২৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শামীম হোসেন হাত পাখা প্রতীকে ২ হাজার ৩ শত ৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
নেত্রকোনান রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নির্বাচন শেষে ফলাফলের কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হয়েছে। সরকারি নিয়মানুয়ায়ী যারা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের চেয়েও কম ভোট পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ