Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দিল্লির দ্বারকা এলাকায় অবস্থিত এক আবাসিক হোমের কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন চালানো হত বলে অভিযোগ পাওয়া গেছে। কারণ, হোমের এক মহিলা কর্মীর অবাধ্য হলে ও নির্দেশ মত কাজ না করলেই নেমে আসতো এ বর্বর নির্যাতন। আবাসিক হোমের কিশোরীরা এমন অভিযোগ করেছে । এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। দিল্লির এক আবাসিক হোমের কিশোরীরা এমন অভিযোগ করে ইতিমধ্যে এক মহিলা কর্মীর বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করেছেন। খবরে বলা হয়, দিল্লির দ্বারকা এলাকায় অবস্থিত ওই হোমের কিছু বড় মেয়ে অভিযোগ করে জানায়, ওই মহিলা কর্মী মেয়েদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া ঢুকিয়ে দিতো শাস্তি হিসাবে। দীর্ঘ দিন ধরেই একাজ করতেন বলে কিশোরীরা অভিযোগ করেন। গত শুক্রবার দিল্লির কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ) এমন ঘটনা প্রকাশ্যে আনেন। ডিসিডব্লিউ-এর সদস্যরা এর আগের দিন দিল্লির ওই হোমে থাকা ৬ থেকে ১৫ বছর বয়সের আবাসিক মেয়েদের সঙ্গে ওই হোমে থাকার অভিজ্ঞতার কথা জানতে চান। এক বিবৃতিতে ডিসিডব্লিউ বলে হয়, ওই হোমে পর্যাপ্ত কর্মী না থাকায় মেয়েদের দিয়েই জামাকাপড় কাঁচানো, বাসন মাজানো, ঘর ও বাথরুম পরিষ্কারও করানো হত। বিবৃতিতে আরো বলা হয়, ২২ টি মেয়ের রান্না করার লোক ছিল মাত্র একজন, এবং খাবারের মানও ছিল খুব খারাপ। কিশোরী মেয়েদের অভিযোগ, ঘর পরিষ্কার না করলে তাদের স্কেল দিয়ে পেটানো হয়েছে। গ্রীষ্ম ও শীতকালীন ছুটির দিনগুলিতে তাদের বাড়ি যেতেও অনুমতি দেওয়া হত না। ইতিমধ্যে ওই হোমের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ