Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরসি নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বিতর্কিত নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের তিনজন মানবাধিকার বিশেষজ্ঞ। এটা উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে জাতিগত সংঘাত উস্কে দিতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। গত জুলাইয়ে আসামে যে খসড়া এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স) প্রকাশ করা হয় তা থেকে প্রায় ৪০ লাখ লোক বাদ পড়ে। এসব মানুষ রাষ্ট্রহীন হওয়ার অবস্থায় পড়েছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সমালোচকরা বলছেন যে, এটা হলো সংখ্যালঘুদের মূল্যে ভারতের হিন্দু সংখ্যাগুরু জনগণকে উজ্জীবিত করতে ডানপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ উদ্যোগ। জাতিসংঘের তিন বিশেষ দূত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আহমেদ শাহিদ, সংখ্যালঘু বিষয়ক ফার্নান্দ ডি ভারেনেস ও স্বেচ্ছাচারি আটক বিষয়ক বিশেষজ্ঞ সেয়ং ফিল হং এক যৌথ বিবৃতিতে বলেন, ‘চূড়ান্ত এনআরসি থেকে যারা বাদ পড়বে তাদের ব্যাপারে কোন সুস্পষ্ট সিদ্ধান্ত না থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ