রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়ার ৯ ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রে আসতে দেয়া হচ্ছে না ভোটারদের। সকাল সাড়ে সাতটায় কেন্দ্রের সামনে ফাঁকাগুলি ছোঁড়ে ও লাঠি হাতে ভোটারদের তাড়া করার ঘটনা ঘটেছে। এসব কাজে নৌকার সমর্থকদের সাথে পুলিশকেও ভূমিকা রাখতে দেখা যায়। নৌকার সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘গতরাতেই তোমাদের ভোট দেয়া হয়ে গেছে।
তোমরা এখন বাড়ি ফিরে যাও।’ বাধার মুখেও কিছু ভোটার লাইনে যেতে চাইলে তাদের উপর হামলা করা হয়েছে। চুনতী ইউনিয়নের নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার সমর্থকদের হামলায় তাওহিদুল ইসলাম ও মকছুদুর রহমান নামে দুইজন ধানের শীষের এজেন্ট আহত হয়েছে। কলাউজান ইউনিয়নের ইয়াকুব বজল বিদ্যালয় ও গৌর সুন্দর বিদ্যালয়েও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এছাড়া লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমিরাবাদ মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতী, আমিরাবাদ, কলাউজানসহ বিভিন্ন কেন্দ্রে একই ধরনের চিত্র বিরাজ করছে।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনির কর্মকর্তা, বিজিবির কর্মকর্তাদের সহযেগিতা চাইলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর চিফ এজেন্ট জাফর সাদেক। কোনো কোনো কেন্দ্রে পুলিশ নৌকার সমর্থকদেন চেয়েও বাড়াবাড়ি করছেন বলে জানিয়েছে সাধারণ ভোটাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।