রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উৎসবমুখর পরিবেশে বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন হয়েছে। গতকাল সকাল ৮ থেকে ৯৬ টি কেন্দ্রে ভোট শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট চলবে। এসময় ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত।
ভোটকে কেন্দ্র করে শহরজুড়ে চলছে নৌ, সেনা ও পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এ আসনে পাঁচ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্ধিতা হবে নৌকা প্রতিকের বেগম হাবিবুন নাহার ও ধানের শীষ প্রতিকের আব্দুল ওয়াদুদের মধ্যে।
মংলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাগেরহাট-৩ (মংলা-রামপাল) সংসদীয় আসনের দুই লাখ ২৬ হাজার ২২৭ ভোটার তাদের ভোট প্রদান করবেন বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।