Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাট-৩ আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

মংলা বন্দও সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উৎসবমুখর পরিবেশে বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন হয়েছে। গতকাল সকাল ৮ থেকে ৯৬ টি কেন্দ্রে ভোট শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট চলবে। এসময় ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মত।
ভোটকে কেন্দ্র করে শহরজুড়ে চলছে নৌ, সেনা ও পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা। এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এ আসনে পাঁচ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্ধিতা হবে নৌকা প্রতিকের বেগম হাবিবুন নাহার ও ধানের শীষ প্রতিকের আব্দুল ওয়াদুদের মধ্যে।

মংলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাগেরহাট-৩ (মংলা-রামপাল) সংসদীয় আসনের দুই লাখ ২৬ হাজার ২২৭ ভোটার তাদের ভোট প্রদান করবেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ