Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ফজলে করিম চৌধুরী নির্বাচিত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৮ পিএম

রাউজানে শান্তিপুর্ণ পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দীপনায় গতকাল সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়। এতে মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী টানা ৪র্থ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।মহাজোট প্রার্থী ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিকে ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি ঐক্য ফ্রন্টের ধানের শীষ মার্কার প্রার্থী জসিম উদ্দিন সিকদার পেয়েছেন ২৩০৭ ভোট।ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী আব্দুল আলী ১৪১৭ ভোট পান। ৮৪ টি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা নারী পুরুষ ভোট প্রদান করেন। তরুন ভোটারদের উপস্তিতি ছিল লক্ষনীয়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় তারা ভোট প্রদান করেন। বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে নতুন ভোটারগন জানান, জীবনে প্রথম ভোট স্বাধীনতার স্বপক্ষে নৌকা মার্কায় প্রদান করতে পারায় নিজেদেরকে গৌরাম্বিত মনে করছি।এদিকে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা হতে থাকলে হাজার হাজার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সাধারন জনগন মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে।পরে বিজয়ী মহাজোট প্রার্থী ফজলে করিম চৌধুরীকে বিজয়ী উল্লাস করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজয়ী মহাজোট প্রার্থী টানা চতুর্থবারের মত নির্বাচীত সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগ সভাপতি অনুপ চক্রবর্তী। উল্লেখ্য, রাউজানের ২ লক্ষ ৭০ হাজার ৭৬০ জন ভোটারদের মধ্য, ২লক্ষ ৩৫ হাজার ১৬৬ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ