Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-২ ও ৩ আসনে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৬:০৫ পিএম

ঢাকা-২ ও ৩ আসনের ভোট কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে দেয়া, ব্যালট পেপারে ব্যাপকভাবে জালভোট দেয়ার অভিযোগ করেছে ওই আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ও ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আজ রোববার সকাল সাড়ে ৯টায় কোন্ডা ইউনিয়নের আড়াকুল ভোট কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট নাথাকায় তিনি ভোট না দিয়ে ফিরে আসেন। পরে জিনজিরাস্থ দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমার আসনে কোন কেন্দ্রেই আওয়ামীলীগের নেতা-কর্মীরা আমার কোন এজেন্ট থাকতে দেয় নাই । তাদেরকে মাধর ও মামলার হুমকি দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসলে তাদের কাছ থেকে আওয়ামীলীগের নেতা-কর্মীরা ব্যালট পেপার জোড়করে ছিনিেিয় নিয়ে সেখানে নৌকায় সীল মারছে। গত শনিবার রাতে প্রায় সবগুলো ভোটকেন্দ্রে ঢুকে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা ব্যালট পেপারে সীল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। আমি এই অভিযোগটি ডিসি, এসপি,ম্যাজিস্ট্রেট ও সিকে জানানো হলে তারা কোন ব্যবস্থাই নেয়নি। শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আনসারের পোশাক পড়ে তারা কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে নৌাকায় সীল মারছে। তিন শত ভ’য়া ডিবি পুলিশ এলাকায় ঘোরাফেরা করে সকল বিএনপি নেতা-কর্মীদের ভয় দেখিয়ে আতংক সৃষ্টি করে। আমি আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হয় না। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,ঢাকা জেলা যুবলীগের সভাপতি রেজাউল কবীর পল ও জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপিত হাজী ওমর শাহনেয়াজ প্রমুখ। ঢাকা-২ আসনের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সকাল সাড়ে আটটায় হযরতপুরের ঢালিকান্দী এলাকায় মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন । এসময় তিনি বলেন, প্রশাসনের সহায়তায় আমার আসনের সকল কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেয়া হচ্ছে। নির্বাচনে কোন পরিবেশ নাই। প্রশাসনকে একাধিকবার বলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। নির্বাচনে ঈদের মতো আনন্দ থাকবে । কিন্তু নির্বাচনে কিছুই নাই। ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। সব কেন্দ্রেই শনিবার রাতে ব্যালট পেপারে জাল ভোট মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। বয়াতীকান্দি এলাকার আলহাজ্ব আনোয়ার হোসেন জানান, ট্রলারযোগে আমরা বিভিন্ন এলাকা থেকে ভোটার নিয়ে আসার সময় আওয়ামীলীগের নেতা-কর্মীরা আমাদের বাধা প্রদান করেন। আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিএনপির এজেন্ট মনির হোসেন জানান, আমাকে মারধর কের কেন্দ্র থেকে বের করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা ব্যাপকভাবে নৌকায় জাল ভোট দিচ্ছে। আটি ভাওয়াল খানবাড়ি ভোট কেন্দ্রের ভোটার নুর মোহাম্ম জানান, আমি ভোট দিতে কেন্দ্রে যাওয়া মাত্র আওয়ামীলীগের নেতা-কর্মীরা আমার ব্যালট পেপার কেড়ে নিয়ে তার নৌাকয় সীল মেরেছে। এদিকে ঢাকা-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সকাল ১১টায় দোলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। পরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের উদ্দেশে বলেন,সর্বত্রই ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্টিত হচ্ছে। মানুষ ব্যাপক আনন্দ ও আগহ্র নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং তাদের ভোটাধিকার প্রদান করছে। আমি ১০বছরে কেরানীগঞ্জে যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ফলস্বরুপ মানুষ আজ স্তস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ