বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের আটটি আসনে দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপুর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও সাধারণ ভোটারদেও মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকলেও বিএনপি প্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি। তবে বিএনপির প্রার্থীদের অভিযোগ, তাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় এবং কোন কোন কেন্দ্রে এজেন্টদের ঢুকতেই দেয়া হয়নি। অন্যদিকে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রার্থীরা।
টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সেখানে পুন:নির্বাচন দাবি করেন। বিএনপির যেসব প্রার্থী নির্বাচন বর্জন করেছেন তারা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সরকার শহীদ, কারাগারে আটক টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে তার ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের প্রার্থী গৌতম চক্রবর্তী ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল) একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিভিন্ন কেন্দ্রে গিয়ে নৌকা, ধানের শীষ, লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে এই আসনের জাতীয় পার্টির প্রার্থী শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাইল) বিভিন্ন কেন্দ্রে ব্যাপক জালভোট ও কারচুপির অভিযোগ করেছেন।
এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিভিন্ন কেন্দ্রেও আওয়ামী লীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম ও ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর কন্যা কুড়িঁ সিদ্দিকীর এজেন্টদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।