Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নির্বাচন প্রত্যাখ্যান, পুনঃনির্বাচন দাবি বাসদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৫:১২ পিএম

একাদশ সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত এমপি প্রার্থী প্রণব জ্যোতি পালের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জুবায়ের আহমদ চৌধুরী সুমন জানিয়েছেন সারাদেশের ন্যায় সিলেট-১ আসনে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বিভিন্ন কারণে ভোট কেন্দ্র বন্ধ করা হয়।
রবিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় পাঠানো ওই যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচন প্রহসনের, সাজানো এবং ভোট কারচুপির। দলীয় সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হয় না তা আবার প্রমাণিত হলো। বাসদ নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সিলেট-১ আসনে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনেরও দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ