বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় ঐক্যফ্রন্ট নেতৃত্বাধীন বিএনপি জোটের ৩ জন প্রার্থী ভোট বর্জন করেছেন । তবে জেলা রির্টানিং কর্মকর্তা এবং সহকারী রির্টানিং কর্মকর্ত দের কাছ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পাবনা-৫ সদর আসনের ঐক্যফ্রন্ট, বিএনপি জোট জামায়াতের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইকবাল হুসাইনের পক্ষে পাবনা প্রেসক্লাবে কয়েকটি প্রেস নোট পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামীলীগ ১৪৪টি ভোট কেন্দ্র দখল করে নিয়েছে। নিজেরাই সীল মারছেন। সে কারণে তিনি নির্বাচন বর্জন করলেন। পাবনা-৩(চাটমোহর, ভাঙ্গুুড়া ফরিদপুর মিলিয়ে) এই আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী সাবেক এম.পি কে এম আনোয়ারুল ইসলাম মোবাইলে কয়েকজন সাংবাদিককে ভোট বর্জনের কথা জানিয়েছেন। এদিকে, পাবনা-৪(ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। পাবনাস্থ স্টাফ রিপোর্টার শহরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেন, কোথাও কোন প্রকার বিশৃংখলা পরিলক্ষিত হয়নি। বেলা ১টার আগেই প্রায় সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। তখনও কিছু ব্যালট বেঁচে ছিল। অন্যান্য কেন্দ্রে থেকেও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।