Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর-৪ ফরিদগঞ্জে পুনঃনির্বাচন দাবী বিএনপি প্রার্থীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৪:২৮ পিএম

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এ ব্যাপক অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ এনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদ নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন দাবী করেছেন। আজ বেলা দুইটায় সহকারী রিটার্নিং অফিসার ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে তিনি এ মর্মে এক লিখিত অভিযোগ দখিল করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২৯ ডিসেম্বর সন্ধ্যা হতে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা ১১৮ টি কেন্দ্রে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করেছে। তারা ভোট কেন্দ্র দখলে নিয়ে নির্বাচনী কর্মকর্তাদের জিম্মি করে গভীর রাত পর্যন্ত প্রায় শতকরা ৬০ ভাগ ব্যালট পেপারে নৌকা প্রতীকের সিল মেরে বাক্স ভর্তি করে রেখেছে। আজ প্রহসনের নির্বাচন শুরু হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তাদের সামনে নৌকা প্রতীকের প্রার্থীরা আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। এসব বিষয় নির্বাচনী কর্মকর্তাদের অবহিত করার পরও কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ