Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরগঞ্জে ধানের শীষ প্রার্থীর নির্বাচন বর্জন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৩:৫১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী এ.এইচ.এম খালেকুজ্জামান স্থানীয় ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুর ২টায় প্রার্থীর নিজ বাসভবনে সাংবাদিকদের ডেকে নিয়ে নির্বাচন বর্জনের ওই ঘোষণা দেন। ওই সময় তিনি বলেন, নির্বাচনের দিন রাতেই বেশ কয়েকটি কেন্দ্রে লাঙল প্রতীকে সীল মেরে ব্যালটবক্স ভর্তি করে রাখা হয়েছে। তিনি জানান, এমন আলামত পেয়েছেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড মহিলা কলেজ, খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ফতেনগর সহ অন্তত ৩০টি কেন্দ্রে। এরপর সকাল বেলা উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও বেলা ১১টায় ৮৮ কেন্দ্রের মধ্যে প্রায় ৫০টির অধিক কেন্দ্র দখল সহ প্রায় সবক’টি কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। দখলকৃত এসব কেন্দ্রে প্রকাশ্যে সীল মারার অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী খালেকুজ্জমান। এ সময় ধানের শীষের এজেন্ট সহ পুলিশ ৫জন সমর্থকে কেন্দ্র থেকে আটক করেছে বলেও জানান তিনি । তিনি বলেন, চরদখলের মতো ভোট কেন্দ্র দখল করা হয়েছে। এ অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীকে অবিহিত করলেও কেউ কার্যকর ভূমিকা রাখেনি। এমনকি সহ কারি রিটারনিং অফিসার কে অবহিত করলেও তিনি অপরাগতা প্রকাশ করেন বলে জানান। এসময় আরো উপস্থি ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী শাহজাহান, হোসেন মোহাম্মদ মন্ডল, সাধারন সম্পাদক একেএম হারুন অর রশিদ সহ দলীয় নেতাকর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ