ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া ও রাতেই বক্স ভরাটের প্রতিবাদে ভোট বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জনগণের কাছে প্রতীয়মান হয় যে, একাদশ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নকশা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেওয়া হয়। আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়। কিন্তু শুরু থেকেই একতরফা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে সরকার,
নির্বাচন কমিশন ও প্রশাসন একতরফাভাবে সরকারি দলকে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করছে। তফসিল ঘোষণার পর থেকে
নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও সমতল মাঠ তৈরিতে ব্যর্থ হন। এতদসত্ত্বেও আমরা আশাবাদী ছিলাম নির্বাচন কিছুটা হলেও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে’।
এ বিষয়ে বিবৃতিতে আরো বক্তব্য তুলে ধরে ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করে ফের তফসিল ঘোষণা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করার জন্য
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।