Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটকেন্দ্রে ছাত্রলীগের পাহারা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৩:১৯ পিএম

ভোটকেন্দ্রের গেইটে ছাত্রলীগের পাহারা। দেখে দেখে ভোটারদের ভেতরে যাওয়ার অনুমতি। দাড়ি টুপি দেখলে তাড়িয়ে দেয়া। নগরীর কয়েকটি ভোটকেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ভোটকেন্দ্রের ভেতরে বাইরে নৌকার কর্মীদের অবাধ পদচারণা ছিল। সাধারণ ভোটাররা আসতেই তাদের গেইট থেকে ফিরিয়ে দিয়েছে তারা। এতে ক্ষোভ প্রকাশ করেন ভোটারেরা। তবে প্রাণভয়ে কারও কাছে অভিযোগ দেয়ার সাহসও পাননি। নিরবেই ভোট না দিয়ে ফিরে গেছেন। বাকলিয়া সরকারি কলেজ, বাকলিয়া ল্যাবরেটরি স্কুল, বিএড কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ, বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি হাই স্কুল, কাজেম আলী স্কুল, ডাঃ খাস্তগীর স্কুল, এনায়েত বাজার মহিলা কলেজ, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রে ঢুকতে না পেরে তারা ভোট না দিয়ে বাড়ি ফিরে গেছেন। র‌্যাব-পুলিশের উপস্থিতি থাকলেও তারা ছিলেন নিরব দর্শক। বেলা সাড়ে ১১টায় বহদ্দারহাটে একটি ভোটকেন্দ্রে পুলিশের সামনে ককটেল বিস্ফোরণ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ