Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে ভোট দিলেন মাশরাফি

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ৩:০৭ পিএম

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে নিজ কেন্দ্রে ভোট দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।
রবিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে মাশরাফি দম্পতি তাদের ভোট প্রদান করেন।ভোট শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি বরাবরই দেরিতে ভোট দেই। কিন্তু এবার আপনাদের (সাংবাদিকদের) অনুরোধে একটু আগেই চলে এলাম। সকাল থেকে মাইজপাড়া, শাহাবাদ, হবখালী, পেীরসভার বিভিন্ন এলাকার অন্তত ৩০টি কেন্দ্র ঘুরেছি। আশা করি ভোটারদের ভালবাসায় ফলাফল ভাল হবে।’
নড়াইল-২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিত এনপিপির চেয়ারম্যান ড. এজেড এম ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী আন্দোলনের (পাখা) ডা. এসএম নাছির উদ্দিনসহসহ ৬ জন। অবশ্য জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপি (ছালু গ্রুপ) মনিরুল ইসলঅম এর আগেই মাশরাফিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. এসএম নাছির উদ্দিন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে টেবিলের ওপর প্রকাশ্যে ভোট নেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রের দুপুরের আগেই ভোটগ্রহণ শেষ হয়েছে।
নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ এ আসনের অধীনে সদর উপজেলায় আটটি ইউনিয়ন এবং লোহাগড়ার ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬২৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৮৭ জন। নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেন প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ