Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওরা কেড়ে নিতে চায়, কতক্ষণ রাখতে পারব জানি না -প্রিসাডিং অফিসার মেজবাউদ্দিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:৩৪ পিএম | আপডেট : ২:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর, ২০১৮

‘ওরা কয়েকবার কেড়ে নিয়ে সিল মারতে চেয়েছিল, দেইনি। বলেছি ভোটার নিয়ে আসেন। আমি সিল মারতে দেব না। কতক্ষণ ধরে রাখতে পারব জানি না।’ এভাবে বলছিলেন প্রিসাডিং অফিসার এসএম মেজবাউদ্দিন। চট্টগ্রাম-১০ আসনের ভোট কেন্দ্রেটির নাম বাংলাদেশ-কোরিয়া ট্রেনিং সেন্টার। সকাল পৌনে দশটায় নাসিরাবাদের ওই কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি কম। কেন্দ্রের সামনে নৌকা মার্কার সমর্থকদের অবস্থান। তারা পরিচিতদের ছাড়া কাউকে ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। প্রিসাইডিং অফিসার জানান তখন পর্যন্ত এক হাজারের মতো ভোট গ্রহণ করা হয়। সকালে ভোটারের উপস্থিতি ছিল বেশি। পরে তা কমে যায়। রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা নৌকার কর্মীরা প্রিসাইডিং অফিসারের কাছে এসে সিলমারার অনুমোতি চায়। তিনি তাতে রাজি হননি। তবে কতক্ষণ রাজি না হয়ে থাকবেন.... ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ