বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি একাংশ) আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক ভোট বাতিল করে পূণ:নির্বাচনের দাবি জানিয়েছেন। আজ নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট প্রেরিত এক চিঠিতে জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন যে, আজ ভোটের দিন বিরতিহীনভাবে যুবলীগ, ছাত্রলীগ পুলিশের সাহায্যে সেনবাগ আসনের ১০৩টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্র পূরোপূরি দখল করে নেয়।
সকালে ধানেরশীষ মার্কার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এ বিষয়ে সহকারি রিটার্নিং অফিসার ও থানা প্রশাসনকে অবহিত কোন সদুত্তর পাওয়া যায়নি। ইতিমধ্যে প্রায় ৬৫ জন নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব অনিয়মের কারনে অদ্যকার প্রহসনের নির্বাচন স্থগিত করে পূণ:নির্বাচনের দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।