বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৪০টিরও বেশি আসনে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার সকাল ৮টায় শহরের বাংলা স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ আশাবাদ ব্যাক্ত করেন।
তোফায়েল বলেন, ভোলাতে কোনো অঘটন ঘটেনি, মারামারি কাটাকাটি হয়নি। ইতিমধ্যেই একটা ভবিষ্যৎবানী করা হয়েছে যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে আওয়ামী লীগ বিজয় হবে ইনশাআল্লাহ। আমার ধারণা ২৪০টির বেশি আসনে আমরা বিজয়ী হবো।
মন্ত্রী বলেন, সত্তরের নির্বাচনে জনগণ যেভাবে বঙ্গবন্ধুকে নির্বাচিত করেছেন এবারও জনগণ একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করবে।
তবে একই কেন্দ্রে ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, ভোটের কোনো পরিবেশ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।