Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা গত ৩০ এপ্রিল পালন করে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৬। দিবসটি উপলক্ষে অনুষদীয় ক্যাম্পাসে অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম কোর্সের শিক্ষার্থীদের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে পশু চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। অনুষদের বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থী, ডিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক উপস্থাপনাসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও র‌্যাবিসবিষয়ক জনসচেতনতামূলক বিভিন্ন পোস্টার ও ফেস্টুন প্রদর্শিত হয়।
ষ শিক্ষাঙ্গন ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ