Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কক্সবাজারে চলছে সংঘাত সংঘর্ষ ও কেন্দ্র দখলের মহোৎসব

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:৩২ পিএম
কক্সবাজারের ৪ টি আসনের বিভিন্ন কেন্দ্রে সংঘাত সংঘর্ষের খবর পাওয়াগেছে। 
টেকনাফের লেদা প্রাইমারী স্কুল কেন্দ্রে নৌকা সমর্থকরা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ধানের শীষের এজেন্ট দের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেয়। 
কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা গুলাগুলি করে ধানের শীষের এজেন্ট ও ভোটারদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেয়।
 
সদরের তেতৈয়া তাফহিমুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতেই নৌকা সমর্থকেরা গুলি চালিয়ে কেন্দ্র দখল করে নেয়ার কতা জানাগেছে। 
পেকুয়ার রাজাখালী মাতবর পাড়া কেন্দ্রে ভোট দানে বাধা দেয়ায় বিক্ষুব্ধ জনতা এক ছাত্রলীগ নেতাকে হত্যা করে। 
একইভাবে কুতুবদিয়া ও মহেশখালীতে কয়েকটি কেন্দ্রে সংঘাতের খবর পাওয়া গেছে।
তেতৈয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ফজল হক (৫৫) বলেন, 
নৌকার সমর্থকরা ভোট দিতে বাধা দেয়। এসময় স্বশস্র বাহিনীকে জানালে তারা ঘরে চলে যেতে বলেন।
সদরের তেতৈয়া তাফহিমুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতেই নৌকা সমর্থকেরা গুলি চালিয়ে কেন্দ্র দখল করে নিলে তাদের জানিয়েও কোন প্রতিকার পায়নি বলে জানান ওই কেন্দ্রের ভোটার মোস্তাক আহমদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ