Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতেই ৩০-৫০ শতাংশ সিল মেরে রাখা হয়েছে -বাসদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:৩১ পিএম
বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, এবারের ইলেকশনে সিলেকশনের কাজটি আগের তুলনায় নিখুঁত। অত্যন্ত পরিকল্পকিত ভাবে করা হয়েছে বলে, ভোটের দিন সংঘাত বা অশান্তির মাত্রা তেমন দৃশ্যমান হয়নি। বিভিন্ন স্থান  থেকে যা অভিযোগ পাওয়া গেছে তাতে দেখা যায়, ভোটের আগের রাতেই ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ব্যালট পেপার সিল মেরে ভরে রাখা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে রাজধানীর সেগুন বাগিচা স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এছাড়া ভোটের এক মাস আগে থেকেই যে হামলা, মামলা ও ধরপাকড় ভয়ভিতির পরিবেশ তৈরি করা হয়েছে। এর ফলে ভোটের দিন বহু এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।   


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ