গাজীপুরে চর দখলের মত কেন্দ্র দখলের মহোৎসব চলছে। গাজীপুর-২ (টঙ্গী-সদর) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের অধিকাংশ কেন্দ্র দখলে নিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রগুলোতে
ধানের শীষ প্রতীকের এজেন্টদের ঢুকতে দেয়নি আওয়ামী লীগ ও পুলিশ। বাধা উপেক্ষা করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করায় এজেন্টদের মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছে। কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের পরিচয়পত্রের কার্ড না দিয়ে প্রিজাইডিং অফিসারেরা কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।
একদিকে আওয়ামী লীগের কেন্দ্র দখলের মহোৎসব ও অন্যদিকে সড়ক মহাসড়কগুলোতে সাইরেন বাজিয়ে আইন-শৃংখলা বাহিনীর টহলে গোটা এলাকায় চরম আতঙ্ক ও সুনশান নীরবতা বিরাজ করছে।
সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ছিল ফাঁকা। সাধারণ ভোটারদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
ঐক্যফ্রন্ট প্রার্থীর মিডিয়া সেল জানায়, টঙ্গীর ৪৪, ৪৩ ও ৫৫ নম্বর ওয়ার্ডে রাতেই পুলিশের সহযোগিতায় বেলট পেপারে নৌকায় সীল মেরে রাখে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পাগাড় এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে রাতে বেলট পেপার নিয়ে পুলিশের সহযোগিতায় সীল মারা হয়। সকাল থেকে ওই এলাকার কোনো কেন্দ্রেই
বিএনপির একজন এজেন্টও ঢুকতে দেয়া হয়নি।