Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত ১, বিএনপি প্রার্থীর বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:১৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর এ আসনে বিএনপির প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 
 
নিহত ইসরাইল রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল। জেলা সদর হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  স্থানীয় লোকজন জানায়, রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩আসনের বর্তমান এমপি মহাজোট প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। এসময় কেন্দ্রে উপস্থিত বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাটিপেটা ও গুলি করে। এসময় ওই যুবক নিহত হন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ