Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুর-২ আসনের মকরধ্বজে ভোট কেন্দ্রে হামলা, ভোটগ্রহন স্থগিত, ইউপি চেয়ারম্যানসহ ৫ জন আহত

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১:০৭ পিএম

লক্ষ্মীপুর-২ আসনের মকরধ্বজ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর চালিয়ে ব্যালট পেপার ও বক্্র ছিনতাই করে নিয়ে যায় দূর্বত্তরা। পরে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, প্রিজাইডিং অফিসার নুর মোহাম্মদ মজুমদার। এ সময় দু-পক্ষের সংঘর্ষে পাবর্তীনগর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, মোরশেদ কামাল, জুয়েল ও ইমাম উদ্দিন নাহিদসহ ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিজাইডিং অফিসার নুর মোহাম্মদ মজুমদার জানান, ভোট শুরুর কিছুক্ষন পর কয়েকজন যুবক কেন্দ্রের ভিতরে ঢুকে হামলা ও ভাংচুর চালিয়ে ব্যালট পেপার ও ব্যালট বক্্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিনসহ ৫জন আহত হয়। এরপর ভোটগ্রহন স্থগিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ