বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল,জালভোট ও রাতে বেশিরভাগ কেন্দ্রের ভোটকেটে নেয়াসহ নানা অভিযোগ তুলে পূর্ননির্বাচনের দাবী করেন,ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ভোট শুরুর ঘন্টাখানেক পর নিজ বাসভবনে এ অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, রাতে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় আওয়ামীলীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের লোকজন বেশিরভাগ কেন্দ্রে অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে প্রিজাইডিং অফিসারদের জিম্মি করে ব্যালট পেপার নিয়ে নৌকা মার্কা সিল মারা। এছাড়া সকালে ভোট শুরুর আগে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা এবং যারা কেন্দ্রে ঢুকছে তাদের মারধর করে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারে। বিএনপির প্রার্থীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে দাবী করেন। অনতিবিলম্ভে এ ভোট বাতিল করে পূননির্বাচনের দাবী জানান তিনি। একই অভিযোগ করছেন, লক্ষ্মীপুর-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, এ দিকে লক্ষ্মীপুর-৪টি আসনের ভোট কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল কম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।