Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ভোট গ্রহন চলছে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:২৯ পিএম

পৌষের হাড় কাঁপা শীতের সকালে খুলনা-৬ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটারদের মধ্যে একদিকে যেমন উৎসবের আমেজ রয়েছে অন্যদিকে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

নির্বারিত সময়ে আগেই অনেক কেন্দ্রেই ভোটাদের জড়ো হতে দেখা গেছে। তবে এসব ভোটাররা শীত কুয়াশায় বাকু হয়ে গেছেন।
খুলনা মহানগরীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রের সামনে ভোটারের চেয়ে সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাই বেশি।
খুলনা-৩ আসনের বাস্তহারা এলাকার বেশ কয়েকজন ভোটার জানান, তারা একটু আগেভাগেই এসেছেন। শীতে আসতে কষ্ট হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনের ১০টি রাজনৈতিক দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৫ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র ২ জন। এ নির্বাচনে ছয়টি আসনের ৭৮৬ ভোট কেন্দ্রের ৩ হাজার ৮৫৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এবার মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৯৮৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯৫০ জন এবং নারী ভোটার ৮ লাখ ৯৮ হাজার ৩৯ জন। ছয়টি আসনের মধ্যে খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্রের ৭২০টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ