বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ-৪ আসনের ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছিল ভোটগ্রহণ। ভোটারের ব্যাপক উপস্থিতিও ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ হতে থাকে। এই অবস্থায় সেখানে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরও ৭০ বছরের এক বৃদ্ধ ভোট দিতে চাইলে তাকে থাপ্পড় দেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন।
এ কেন্দ্রে ভোট দিতে যাওয়া এক ভোটার জানান, সকাল ১০ টার দিকে সুন্দরপুরের নূরোর (নুরো চোর) ছেলে স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগ নেতা আমির হোসেনের নেতৃত্বে একদল লোক এসে ভোটারদের লাইনে হামলা চালায়। এতে অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে ভোটকেন্দ্র ত্যাগ করেন। এ সময় কমলাপুর গ্রামের ৭০ বছরের এক বৃদ্ধ নাছোড়বান্দা হয়ে ভোট দিতে চান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।