বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সকাল ৯টা, ঢাকা-৫ আসনের জনতাবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভোটারদের লাইন নেই। একজন একজন করে সামনে এগিয়ে যাচ্ছেন। কেন্দ্রের দ্বিতীয় তলায় পুরুষদের ভোট। ৩নং বুথে গিয়ে দেখা গেছে, ২ জন এজেন্ট। একজন হাত পাখার প্রার্থীর। অন্যজন নৌকার। পোলিং অফিসার ২ জন।
সহ প্রিজাইডিং অফিসার একজন। নৌকার এজেন্ট ভোটারদের হাত থেকে ব্যালট পেপার নিয়ে নিজেই সিল মারছেন প্রকাশ্যে। এ ব্যাপারে সহকারী প্রিজাইডিং অফিসার মোতাহের হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এভাবেই চলছে।
হাতপাখার এজেন্ট জানালেন, আমরা ২ জন ছাড়া আর কোনো এজেন্ট আসেনি। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আওয়ামী লীগ নেতারা খোশগল্পে মত্ত। একজন আওয়ামী লীগ নেতা চিৎকার করে বলছেন, ডানপাশের ওরা বিএনপি। ওদেরকে তাড়িয়ে দে। আরেক নেতা বলছেন, তাড়িয়ে লাভ কী। কাম তো রাতেই শেষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।