বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
রোববার সকাল ৮টা ২৭ মিনিটে জেলার সদর থানায় দিশা প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি জীবনের প্রথম ভোট প্রদান করেন।
তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার খুবই ভালো লাগছে। সুষ্ঠু ভোট হলে শেরপুর-১ এ ধানের শীষের জয় সুনিশ্চিত।
এ সময় তিনি অভিযোগ করে জানান, তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধাগ্রস্ত করা হচ্ছে।
আসনের ১০০টি কেন্দ্রেই এমন পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, শেরপুর-১ আসনের ১৪০ কেন্দ্রের ৪০টিতে নিজেদের এজেন্ট দিতে পারেননি বিএনপি।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া এক হাজার ৮৪৮ প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. প্রিয়াংকা।
'৯৩ সালে জন্ম নেয়া ডা. প্রিয়াংকার বয়স এখন ২৫ বছরের কিছু বেশি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হুইপ আতিকুর রহমান আতিকের সঙ্গে লড়ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।