বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ ৩০ ডিসেম্বর। এখন ঘড়ির কাঁটায় সকাল ৭-৪০ টা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে কয়েক মিনিট পর। পৌষের শীতের সাত সকাল। বন্দরনগরী চট্টগ্রামের কাজির দেউড়ি, আসকার দীঘি, সার্সন রোড, মোমিন রোড, চেরাগী পাহাড়, জামাল খান, গণিবেকারী, চট্টগ্রাম কলেজ রোডে চক্কর দিয়েছি। দেখা গেছে, ভোটকেন্দ্র অভিমুখে ভোটারদের পদযাত্রা একটু একটু করে বেড়ে যাচ্ছে। সবার গায়ে গরম কাপড়, শাল চাদর, মাফলার জড়ানো। এখনও মহানগরী শান্ত। পুরোদমে জেগে উঠেনি নগর। সড়ক রাস্তায় মোটরযান বলতে শুধু রিকশা। আর কিছু সবজি বিক্রেতার চা ফেরিওয়ালার হাঁকডাক। আর চলছে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন। এক জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর দুটি গাড়ি দ্রুত চলে গেল। কাজেম আলী স্কুল, চট্টগ্রাম সরকারী হাই স্কুল ভোট কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হচ্ছেন। লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। আসছেন মহিলারাও। ভোটকেন্দ্রের ভেতরে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের ব্যস্ততা দেখা গেছে। ভোটকেন্দ্রের সামনে চকবাজারের ভোটার আবুল কালাম, দীপক শীল বললেন, ভোট দিতে এসেছি। তারপর কিছুক্ষণ ঘুরেফিরে চলে যাবো। তারা সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট আশা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।