রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
বৈশাখের শেষ মুহূর্তে কৃষকের স্বপ্নমাখা কাক্সিক্ষত বোরো ফসল ঘরে তোলার উৎসব শুরু হয়েছে মাত্র। এরই মাঝে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক শিলা-বৃষ্টির আঘাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার সকাল ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আধা ঘণ্টার শিলা-বৃষ্টিতে উপজেলার দৌলতপুর ও বেতদিঘী ইউনিয়নের বোরো ক্ষেতসহ আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়। উপজেলার দৌলতপুর ও বেতদিঘী ইউনিয়নে গিয়ে দেখা যায় শিলাবৃষ্টির আঘাতে পাকা বোরো ধান একেবারেই ঝরে গেছে। দৌলতপুর গ্রামের কৃষক আকবর আলী বলেন, সে ধান কাটার প্রস্ততি নিচ্ছিল, এ সময় হঠাৎ শিলাবৃষ্টিতে তার পাকা ধান ৬০ভাগ পড়ে গেছে। একই কথা বলেন, ইউপি সদস্য সেকেন্দার আলী ও কৃষক নবিরুল ইসলাম। উপজেলার দৌলতপুর ও বেতদিঘী ইউনিয়নের মাঠে দাঁড়িয়ে থাকা বোরো ধানগুলো শিলাবৃষ্টির আঘাতে একেবারে মাটিতে নুয়ে গেছে। গাছে থাকা ধানগুলোও মাটিতে ঝরে পড়ে গেছে। এতে বোরো চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ জানান, হঠাৎ শিলাবৃষ্টি একটি প্রাকৃতিক দুর্যোগ। তিনি মাঠ পরিদর্শন করছেন, কিন্তু এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি। শিলাবৃষ্টিতে বোরো ধানের পাশাপাশি ক্ষতি হয়েছে আম ও লিচুর। শিলাবৃষ্টির আঘাতে আম ও লিচু ফেটে গেছে। অনেক আম ও লিচু মাটিতে ঝরে পড়েছে। ফলে বোরো চাষিদের পাশাপাশি আম ও লিচু চাষিদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।