বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচনের ডিউটি না দেওয়ায় খলিল মণ্ডল (৫৪) নামে এক আনছার কমাণ্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আনছার কমাণ্ডার খলিল মণ্ডল একই গ্রামের মৃত সুজান মণ্ডলের ছেলে এবং সে নির্বাচন সময় কালীন সহকারী প্লাটুন কমাণ্ডারের দায়িত্বে ছিলেন বলে দৌলতপুর আনছার ও ভিডিপি কর্মকর্তা হামিদা খানম জানিয়েছেন।
নিহত পরিবার ও পুলিশ জানায়, ফারাকপুর গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেওয়ায় খলিল মণ্ডলের সাথে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনছার কমাণ্ডার খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত খলিল মণ্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার সেকেণ্ড অফিসার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, প্রতিবেশী জাদু মিয়ার সাথে বিরোধের জের ধরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলারে ফাঁস লেগে আনছার সদস্য খলিল মণ্ডল মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যার অভিযোগ দিলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।