Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরুন্ডিতে কলেরার প্রাদুর্ভাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বুরুন্ডির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রুমোঙ্গের প্রদেশের রুমোঙ্গে জেলায় লেক টাঙ্গানিকার কাছে অন্তত ৪৫ জন কলেরায় আক্রান্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য ও এইডস নিয়ন্ত্রণ মন্ত্রী থাডি নিকুমানা বুজুম্বুরায় এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রুমোঙ্গো শহরে প্রথম কলেরা আক্রান্তের কথা ঘোষণা করা হয়। রাজধানী বুজুম্বুরার ন্যাশনাল রেফারেন্স ল্যাবরোটরিতে পরীক্ষার পর এটি নিশ্চিত হয়েছে। নিকুমানা বলেন, প্রথম রোগিটি সুস্থ হয়ে গেছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, রুমোঙ্গে শহরে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতে লেট্রিনগুলো ধ্বংস হয়ে গেছে। এটাই কলেরা ছড়িয়ে পড়ার প্রধান কারণ। এছাড়া নিরাপদ পানির অভাবও এই রোগ বিস্তারের অন্যতম কারণ। মন্ত্রী বলেন, ‘অংশীদারদের সহায়তায় আমরা রুমোঙ্গে শহরে নিরাপদ খাবার পানি বিতরণ করে যাচ্ছি। আমি রুমেঙ্গোর পাশাপাশি অন্যান্য এলাকাগুলোর বাসিন্দাদেরকেও হাইজিন রুল মেনে চলার আহ্বান জানাচ্ছি।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ