Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

মাটি ফেটে দাহ্য পদার্থ আতঙ্কে ত্রিপুরাবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ত্রিপুরায় মাটি ফেটে লাভার মতো দাহ্য তরল পদার্থ বের হয়েছে। এই পদার্থ ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স¤প্রতি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যের জালিফা গ্রামে এই ঘটনাটি ঘটে। যা ঘিরে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি বৈষ্ণবপুর ও শুনরুমের ঘাগড়াবস্তিতে একই ধরনের ঘটনাটি ঘটেছিল। তখনও মাটির ফাটল থেকে বেরিয়ে এসেছিল লাভার মতো দাহ্য তরল। সঙ্গে বেরিয়েছিল গ্যাস ও আগুন। তখনই একদফা আতঙ্ক ছড়িয়েছিল। এবার জালিফা গ্রামে বিদ্যুতের খুঁটির নিচ থেকে লাভা বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ও ফোম ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ততক্ষণে আশপাশের জমি অনেকটা পুড়ে যায়। পরে ঘটনাস্থলে যান ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও পরিবেশ বিশেষজ্ঞরা। তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নেন তারা। তাদের অনুমান, ভূগর্ভে টেকনটনিক প্লেট সরে যাওয়ার জন্য প্রচন্ড উত্তাপ সৃষ্টি হয়েছে। তার জেরেই দাহ্য তরল বেরিয়েছে। ত্রিপুরার বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী সুদীপ রায়বর্মন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। পুরো পরিস্থিতির উপর তারা নজর রেখেছেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ